মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
সরকারি দীর্ঘ ছুটির মধ্যেও জরুরি স্বাস্থ্যসেবা দিয়ে প্রশংসা কুড়িয়েছে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার দুটি পরিবার কল্যাণ সেবা কেন্দ্র। ফাঁসিয়াখালী ও চিউনি পাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের দিনেও গর্ভবতী নারীদের জন্য চালু ছিল প্রসবসেবা।
ঈদের দিন (৭ জুন) সকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ফাতেমা বেগমের নরমাল ডেলিভারি হয় এ কেন্দ্রে। তাঁর স্বজন ইকবাল জানান, ‘চাঁদরাতে প্রসব বেদনায় কাতর ফাতেমাকে আমরা এখানে নিয়ে আসি। অর্পা খিয়াং দিদি ঈদের দিনও আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছেন।’
ফাঁসিয়াখালী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা অর্পা খিয়াং বলেন, ‘৪ থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি ছুটির মধ্যেও আমরা নিরবচ্ছিন্ন জরুরি স্বাস্থ্যসেবা দিয়েছি। ঈদের দিন দুইজন প্রসূতির নরমাল ডেলিভারি করেছি।’
অর্পা খিয়াং আরও জানান, ‘শুধু ঈদেই নয়, গত এক বছরে এই কেন্দ্রে ৪৮টি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।’
লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাপ্পী মার্মা বলেন, উপজেলার ৯টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৭টিতে নিয়মিত জরুরি স্বাস্থ্যসেবা চালু আছে। তিনি বলেন, ‘ঈদের ছুটিতেও আমরা সেবা চালু রাখি। নিয়মিত মনিটরিং করি। জনবল সংকট থাকলেও আন্তরিকতার ঘাটতি নেই।’
এমন দুর্যোগকালীন সময়ে সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা অব্যাহত থাকায় কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীরা।