বিশেষ প্রতিবেদক।
নিজ গ্রাম হাটহাজারীর বাথুয়াতে গেলেন প্রধান উপদেষ্টা। কোনো স্টেইজ নেই। জাঁকজমকপূর্ণ আয়োজন নেই। সামান্য তাবু টাঙ্গিয়েই সারা হলো আয়োজন। এমন সাদামাটা কাজগুলো একটি সুন্দর মানদণ্ড সেট করে যাচ্ছে। আগামীতে যারাই ক্ষমতায় আসুক না কেনো, এমন সাদামাটা রাষ্ট্রপ্রধান আমরা চাইবো।
একসময় সামান্য একজন মন্ত্রী এলেও ঘন্টার পর ঘন্টা স্কুলেত ছেলেরা ফুলের ডালি নিয়ে দাঁড়িয়ে থাকা লাগতো। এমপি সাহেবের আগমনেই লাখ টাকার ফুল আর ব্যানার ফেস্টুন লাগতো। এই তৈল মর্দনের সংস্কৃতি সব দলে মিলেই তৈরি করেছে। ইউনুস সাহেবের সাদামাটা কার্যক্রম দেখলে তাই ভালো লাগে।
আর চাটগাঁইয়া টোনে উনার কথা উনাকে চাটগাঁইয়াদের কাছে আরো আপন করে তুলেছে সন্দেহাতীতভাবে। আঞ্চলিক ভাষাকে মাম্মি-ড্যাডিরা মোটামুটি জাদুঘরে, আর বাংলাকে আলমারিতে বন্দী করছে। আর বিলেত গেলে তো বাঙালির বাঙলায় ইংরেজির একসেন্ট মিশ্রিত হয়ে যায়। সেখানে দেশের সর্বোচ্চ কর্তা হয়েও নিজ মাটির ভাষায় অনর্গল কথা বলছেন, যা ভালো লাগার।