নিজস্ব প্রতিবেদক
প্রায় দুই কোটি টাকার স্বর্ণ শুল্ক ফাঁকি দিয়ে অভিনব কৌশলে গোপনে স্বর্ণ স্থানান্তর হাত বদলের পরিবহনকালে সিএমপি’র কোতোয়ালী থানা এলাকায় স্বর্ণের বার ছিনতাই করাকালে ০৩ (তিন) জন আসামী গ্রেফতার, স্বর্ণ বহনকারী ভিক্সটম’সহ ১৪ (চৌদ্দ) টি স্বর্ণের বার উদ্ধার ও দ্রুত বিচার আইনে মামলা রুজু। কোটিপতি হওয়ার স্বপ্নে অন্ধ। অবশেষে ধরা খেলো পুলিশের হাতে। মান সম্মান সবকিছুই হল পন্ড।
২৯ এপ্রিল সকাল সাড়ে ৭টায় পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে ভিকটিম কে ত্রাস সৃষ্টি করিয়া ভয়ভীতি প্রদর্শন করিয়া ১৪টি স্বর্ণের বার ছিনতাই অঘটনকালে আসামি ১। শাহরিয়ার কবির প্রঃ সুমন (৩৮), ২। মোঃ মাহমুদুল আলম (৫৩) ও ৩। মোঃ নিজাম (৪১)দেরকে আটক করিতে সক্ষম হন। উদ্ধারকৃত ১৪(চৌদ্দ)টি স্বর্ণের বার, মূল্য অনুমান ১,৮০,০০০০০/-(এক কোটি আঁশি লক্ষ) টাকা।
এজাহার নামীয় ও আরো অজ্ঞাতনামা ২/৩ জন আসামী আকস্মিকভাবে তাহার সামনে ভিকটিমকে আসামীরা আক্রমন করিলে তিনি চিৎকার করিয়া আশপাশের লোকজন ও কোতোয়ালী থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়া ৩জনকে আটক করে।
আসামীদের সহযোগী এজাহার বাকি আসামী ৪। মোঃ মনির (৪৮), ৫। জাহাঙ্গীর (৪৮) ও ৬। মোঃ মজিবুল হক (৫০)গণ কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। আসামীদের ছিনতাই করার চেষ্টাকালে ১৪টি স্বর্ণের বার পুলিশ ভিকটিম নুরুল ইসলাম চৌধুরী এর নিকট হইতে উদ্ধার করেন।
মামলার তদন্তভার কর্মকর্তা এসআই (নিঃ)/ইমাম হোসেন এর উপর অর্পন করা হয়। উপরোক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
এজহার আসামীর হলেন ১। শাহরিয়ার কবির প্রঃ সুমন (৩৮), ২। মোঃ মাহমুদুল আলম (৫৩), ৩। মোঃ নিজাম (৪১), ৪। মোঃ মনির (৪৮), ৫। জাহাঙ্গীর (৪৮) ও ৬। মোঃ মজিবুল হক (৫৫)
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-
১। শাহরিয়ার কবির প্রঃ সুমন (৩৮), পিতা-মৃত কাজী মজিবুর রহমান, মাতা-মৃত কোহিনুর বেগম, সাং-২নং জালালবাদ, কুলগাঁও কাজী বাড়ী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ মাহমুদুল আলম (৫৩), পিতা-মৃত মাহবুবুল আলম, মাতা-রওশন আক্তার, সাং-সাদেকনগর চৌধুরী বাড়ী, পোঃ-মির্জাপুর, সরকারহাট, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বাড়ী নং-২০, ৪র্থ তলা, শহিদ ভবন, রোড নং-২২, আগ্রাবাদ সিডিএ, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ নিজাম (৪১), পিতা-মৃত আব্দুর রব, মাতা-ছকিনা বেগম, সাং-ধর্মপুর, সাংবাদিক আতিক এর বাড়ী, পোঃ-হাজীরহাট, ৭নং ধানসিড়ি ইউপি, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী, বর্তমানে-অক্সিজেন কয়লারঘর, ফটিকছড়ি আবাসিক এলাকা, আমান ম্যানশন, ৫ম তলা, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।
ধারা-আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়।
গ্রেফতারককৃত আসামীদের নাম-ঠিকানা যাচাই এবং বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।