নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গত ৫ জুন রাত দশটায় চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হওয়ার সময় সিগনাল না মেনে কতিপয় যানবাহন ব্রিজে উঠে গেলে দুর্ঘটনা ঘটে। এ নিয়ে এখন প্রর্যন্ত ৩ জন নিহত হয় এবং বেশ কয়েকজন হতাহত হয়। আহতদের চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারী উর্ধ্বতন কর্মকর্তদের নির্দেশনায় নিহত শোকার্ত পরিবারবর্গের সমাবেদনার জন্য ছুটে যান রেলওয়ে শ্রমিক দলের জেনারেল সেক্রেটারী জনাব এ্যাড এম আর মঞ্জু এসময় আরো উপস্থিত ছিলেন কালুরঘাট ব্রীজ প্রকল্পের পিডি আবুল কালাম চৌধুরি চীফ কমান্ডেন্ট জনাব আশাবুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা এবং রেলওয়ে শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ।।। এ সময় রূহের আত্বার মাগফেরাত কামনায় কবর জিয়ারত করা হয় এসময় রেলওয়ে সচিব এবং জিএম মহোদয় শোকার্ত পরিবারবর্গের সাথে টেলিফোনে আলাপ করে সান্তনা প্রদান করেন।।