সকল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন হয়েছে।
বিশেষ প্রতিবেদক
আজ সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা, কুইজ কুইজ, বিজ্ঞান বিষয়ক সেমিনার ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব ফরিদা খানম। অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।