ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলা বান্দরবানের লামায় ধর্ষণ মামলায় ও সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত দুইজন পলাতক আসামী’কে গ্রেপ্তার করেন। লামার উপজেলা আজিজনগর থেকে ধর্ষণ ও সিআর মামলার পলাতক আসামী আমির হোসেন ছেলে আব্দুর রহিম বলে জানা গেছে। উল্লেখ :গত ৩০ জুলাই ২০২৪ একই এলাকার এক নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের আশ্বাসে ধর্ষণ করে। পরে ওই নারীর সাথে সম্পর্ক অস্বীকার করে খালাতো বোনকে বিয়ে করে সংসার করে। এই ঘটনায় ধর্ষনের স্বীকার নারী বান্দরবান বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশ করেন। বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯ (১)/৩০, ধারায় মামলা নিয়ে অভিযুক্ত’কে ধরতে ওয়ারেন্ট ইস্যু করেন। স্থানীয় সূত্রে জানাযায় ধর্ষক বিজ্ঞ আদালতে ধরা না দিয়ে পালিয়ে বেড়ায়। অবশেষে স্থানীয়দের সহযোগিতায় লামা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অতি সম্প্রতি আব্দুর রহিমের লালসার শিকার ওই নারীর গর্ভে একটি সন্তান জন্ম নেয়। রহিম এই শিশুটির জন্মদাতা বলে নারীর দাবী। গত রবিবার (২৫ মে) বিকালবেলা গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার এসআই নুরুজ্জামান ও এএসআই রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকা থেকে পলাতক আসামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেন। অপরদিকে সিআর ৫৭৪/২৪ মামলার আরেক পলাতক আসামী কেয়াজুপাড়া এলাকার টুনু মিয়া ছেলে আবুল কালাম কেয়াজুপাড়া থেকে লামা থানা পুলিশ গ্রেপ্তার করে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, আসামী ও অপরাধীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে সবসময় আটক কৃতদের (সোমবার ২৬ মে) বানদরবান জেলে প্রেরণ করা হয়েছে।