বাংলাদেশ সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ সফিউল আজম রুবেল
গত ২৩ শে মে শুক্রবার চট্টগ্রামের পাথরঘাটায় হরেশ চন্দ্র মুন্সেফ লাইনের সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে সনাতন অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ মুখপাত্র গোপাল দাশ টিপু।সঞ্চালনা করেন সহ মুখপাত্র মিন্টু কুমার দে।আলোচনা সভার মুখ্য বিষয় ম্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রক্ষচারীর নিশ্বর্ত মুক্তির দাবি তোলা হয়। চট্টগ্রামে মিথ্যা মামলায় আটককৃত সনাতনী দের মুক্তির দাবি জানানো হয়।বিনা বিচারে সন্ন্যাসী কে জেলে রেখে জিগ্গাসাবাদের নামে অপদস্ত করার প্রতিবাদ করা হয়।সেই সাথে জাতীয় স্পর্শকাতর বিষয় গুলো উক্ত সভায় গুরুত্ব পায়।
সভাপতি তার বক্তব্যে বলেন,
আমাদের পূর্ব পুরুষ রা এই দেশ স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে।আমরা তাদেরই গর্বিত উত্তরসূরী। আমাদের রক্তের শেষ বিন্দু থাকতে আমরা বাংলাদেশের বাণিজ্যিক হৃৎপিণ্ড চট্টগ্রাম ও চট্টগ্রাম বন্দর কোন বিদেশি শক্তির কাছে যেতে দিবো না।আমাদের বীর চট্টলার মাটি কোন সন্ত্রাসী কার্যক্রমের ট্রানজিট হতে দিবো না।
আমরা বিশ্বাস করি,জননী জন্মভূমি স্বর্গাদ্বপি গরিয়সী।কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং এই বিশ্বাস কে অন্তরে ধারন করেই আমাদের এই প্রতিজ্ঞা।
উক্ত আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনটির নারী সংগঠক সোমা রাণী দে,টিংকু বিশ্বাস,সঙ্গীতা ভট্টাচার্য, রুবেল বোস,বাপ্পি মল্লিক,রাকেশ দেব,নোবেল মজুমদার,অন্তু দাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।