বিশেষ প্রতিবেদন সময়ের পথ
চট্টগ্রাম জেলায় জুলাই-আগস্ট বিপ্লব ও গণঅভ্যুত্থানে শহিদ যথাক্রমে শহিদ মো: শহীদুল ইসলাম (নুরুল হক কন্ট্রাক্টর এর বাড়ি, বরিশাল বাজার, মৌলভী পুকুর পাড়, চান্দগাঁও), শহিদ মো: ফারুক (সিটি করপোরেশনের কলোনী, টাংকির পাহাড়, লালখান বাজার, খুলশী), শহিদ মোহাম্মদ আলম (বৌ বাজার দুলহান কমিউনিটি সেন্টারের সামনে, কালা মিয়া হাজী কন্ট্রাক্টর এর বাড়ির সামনে, পাহাড়তলী) ও শহিদ মোঃ ফয়সাল আহমেদ শান্ত (বাগঘোনা মোড়, এম আর সিদ্দিক গেইট, সিদ্দিক ম্যানসন, লালখান বাজার) এর পরিবারের সদস্যদের সাথে আজ ৪ এপ্রিল ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) জনাব এ. কে. এম. গোলাম মোর্শেদ খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জনাব উমামা ফাতেমা, Empowering our Fighter এর সংগঠক জনাব কলি কায়েয ও সদস্য জনাব জাহিন মাহমুদ ইলহাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব মঈন উদ্দীন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিবৃন্দ প্রমুখ।