মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামার উপজেলা প্রশাসন ইটভাটায় অভিযান চালিয়ে চারটি অবৈধ ইটভাটা অভিযানে, ৬ লক্ষ টাকা জরিমানা করেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ফাইতং ইউনিয়নের পাগলীর ছড়া নামক স্থানে অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে BMW ব্রিকস এর মালিক হাবিবুর রহমান বেদারকে দুই লাখ টাকা জরিমানা করে। এদিন একই এলাকায় NRB ব্রিকস এর মালিক হেলাল উদ্দিনকে এক লক্ষ টাকা, 4BM ব্রিকস এর মালিক মো. খায়ের উদ্দিন মাস্টারকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং YSB ব্রিকস এর মালিক মো. মহিউদ্দিনকে এক লক্ষ পঞ্চাশ হাজার সর্বমোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব, সহযোগিতা ছিলেন লামা বন বিভাগ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও থানার পুলিশ। অভিযানের সত্যতা নিশ্চিত করে মো. মঈন উদ্দিন জানান, ফাইতং এলাকায় অবৈধভাবে গড়ে উঠা চারটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানো ও পাহাড় কর্তনের অপরাধে ৪টি ইটভাটার মালিক’কে মোট ৬ লক্ষ টাকা জরিমানা হয়েছে। পরিবেশ ধ্বংসের সাথে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।