নিজস্ব প্রতিনিধি।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার ৭ ফেব্রুয়ারি বিকালে নগরীর বাকলিয়া এলাকায় মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ হানিফ এতে সভাপতিত্ব করেন বাকলিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল মিয়া, বক্তারা নবগঠিত কমিটিকে স্বাগতম জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তৃণমূলের কর্মীদের মূল্যায়ন হয়েছে বলেন ও আহবায়ক বেলায়েত হোসেন বুলু,সদস্য সচিব জমির উদ্দিন নাহিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক,মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ বাবুল, ইব্রাহিম সোহেল, ও সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, মহররম আলী, মোহাম্মদ ইমরান,মোহাম্মদ জহির, মোহাম্মদ মানিক, আমিরুল ইসলাম মোল্লা, ১৮নং ওয়ার্ড মোঃ আমির হোসেন, ১৯নং ওয়ার্ড মোঃ সাঈদ, মোঃ নবী হোসেন, মোঃ সোহেল, মোঃ সবুজ, মোঃ শামসু, মোঃ হাকিম, আবুল হোসেন, সহ অসংখ্য নেতৃবৃন্দ।