নবগঠিত নগর কমিটিকে স্বাগতম জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে ডবলমুরিং এলাকায় আনন্দ মিছিল করেছে নগর স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নগরীর ডবলমুরিং এলাকায় আনন্দ মিছিল শেষে নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাঈম দুলাল, তাজুল ইসলাম নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রুবেল, সহ-শ্রম বিষয়ক সম্পাদক বাকের হোসেন,
সহ-স্বনির্ভর সম্পাদক মোঃ পারভেজ, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর, জাহাঙ্গীর হোসেন, সানি, হাবিব, নয়ন, আমির সহ প্রমুখ।
বক্তারা নবগঠিত কমিটিকে স্বাগতম জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তৃণমূলের কর্মীদের মূল্যায়ন হয়েছে বলেন এবং নবগঠিত কমিটির আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।