লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম, আনোয়ারা প্রতিনিধিঃ সময়ের পথঃজল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে আহবায়ক কমিটি পেলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে আহবায়ক ও আনোয়ারার লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) সকালে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে বিকেলে উপজেলার কালাবিবি দীঘির মোড় এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মীরা।
দেশের রাজনীতির ক্রান্তিলগ্নে ও দুঃসময়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির হাল ধরে মাঠে ছিলেন সক্রিয় লায়ন হেলাল উদ্দিন। দলের বিভিন্ন দিবস, সভা-সমাবেশও করেছেন নেতাকর্মীদের নিয়ে।
দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত ১৬ বছর দলের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছেন। এসবের মধ্যে পাশে থেকে লায়ন হেলাল উদ্দিন দিয়েছেন সাহস। কারাবন্দী নেতাকর্মী ও তাদের পরিবারের দায়িত্বসহ দলের নেতাকর্মীদের কারামুক্তির ব্যবস্থাও করতেন তিনি। দুঃসময়ে এই নেতাকে মূল্যয়ন করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দলের নেতাকর্মীরা।
আহবায়ক কমিটির অন্যরা হলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম আহবায়ক লেয়াকত আলীকে আবারও যুগ্ম আহবায়ক এবং দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহবায়ক করা হয়।
গত বছরের ১ সেপ্টেম্বর দেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলমের বিলাসবহুল গাড়িকাণ্ডে বিলুপ্ত ঘোষণা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।