চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন ( এফবিজেও ) চট্টগ্রাম বিভাগীয় কমিটি।
বুধবার (২৯ জানুয়ারি) এক শোকবার্তায় চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান নিজাম উদ্দিন আহমেদ একজন অকুতোভয় ও সাহসী সাংবাদিক ছিলেন। তাঁর আপসহীন লেখনী সমাজ ও দেশকে সমৃদ্ধ করেছে।
আজ বাদ আসর চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আধুনগর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার আধুনগর গ্রামে। তিনি ওই গ্রামের সুফি মিয়াজি পাড়ার মাস্টার মরহুম জহির উদ্দিন আহমেদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান রেখে যান।
নিজাম উদ্দিন আহমদ চট্টগ্রামে ৮০’র দশকে সাংবাদিকতা শুরু করেন। তিনি চট্টগ্রামে নিউ নেশন-এর ব্যুরো প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রয়টার্স ঢাকা ব্যুরোতে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।বিএনএর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।