মোঃ সফিউল আজম রুবেল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) এলামনাই এসোসিয়েশনের ২০২৫-২৬ কার্যকরী পরিষদের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়।
এতে ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের জন্য নির্বাচিত হয়েছেন সভাপতি এবিএম শিহাব উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান ও ইমাম হোসেন রিকু, সাধারণ সম্পাদক দীপেশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাসিরুল করিম ইফাজ, কোষাধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ আরাফাত আনোয়ার ইভান, দপ্তর ও আইন সম্পাদক নাইমুস সালেহীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাদিয়া আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রবাল কান্তি দত্ত, ইভেন্ট ও ক্রীড়া সম্পাদক মো. দেলোয়ার হোসেন, আইসিটি সম্পাদকমো. এরফান, সেমিনার ও প্রশিক্ষণ সম্পাদক জয়দীপ দত্ত এবং নির্বাহী সদস্য সালেকা সুলতানা রূপা, মো. আজিজুর রহমান, আনিসুল ইসলাম মাহমুদ, সাজিয়া আফরিন, আসজাদ জসিম রাফি, মিনহাজ মোস্তফা রিজভী ও বিপ্লব চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডীন প্রফেসর এসএম নসরুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন, প্রফেসর ড. সজীব কুমার ঘোষসহ বাণিজ্য অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ। সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মো. ইউসুফ এবং সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক আশেক হোসেন রবিন। বিদায়ি সহসভাপতি আমিনুল ইসলাম, মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক সোহরাব মোস্তফা সহ বিদায়ী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।