রবিউল হোসেন রিপন কাপ্তাই রাঙ্গামাটি প্রতিনিধিঃ
আগামীর সুন্দর দেশ বিনির্মাণে ছাত্র জনতার যে ত্যাগ, সেটিকে তুলে ধরার জন্য তারুণ্যের উৎসব নামে যে অনুষ্ঠানটি চলমান রয়েছে সারাদেশব্যপী
তারই অংশ হিসাবে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনের
গত বৃহস্পতিবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মিনি স্টেডিয়ামে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) স্বরূপ মুহুরী তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উদ্বোধন করেন।
উপজেলার ৫টি ইউনিউনের অংশগ্রহণের মধ্যে দিয়ে শুরু হওয়া খেলা আজ ২৫ জানুয়ারী ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক দিলদার হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী ও জনস্বাস্থ্য লিমন বর্মন, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাছান বাবু, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল বাশার প্রমুখ।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সঞ্চালনায়, খেলায় সার্বিক সহযোগিতার দায়িত্বে ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব প্রাক্তন খেলোয়াড় আসলাম খাঁন, জাতীয় ফুটবলার জামাল হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও যুব নেতা ইব্রাহিম হাবিব মিলু, মোঃ ইব্রাহিম, একরামুল হক,শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন মিলন। খেলায় রাইখালী ইউনিয়নকে ৪ গোলে হারিয়ে চ্ন্দ্রঘোনা ইউনিয়ন জয় লাভ করেন। খেলার শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীন বলেন, কাপ্তাই উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি উপজেলা এই উপজেলার সকলেই মননশীল, আশা করবো এই ধরণের খেলা সব সময় আয়োজন করবেন, পূর্বের ন্যায় জাতীয় পর্যায়ের খেলোয়াড় তুলে আনার আহবান জানান তিনি।