মোঃ সফিউল আজম রুবেল
নিরাপত্তা জোরদার করতে বান্দরবানে ট্যুরিস্ট পুলিশের বিভিদ সেবামূলক কার্যক্রম এর মাধ্যমে প্রশংসিত টুরিস্ট পুলিশ বান্দরবান।
আজ ২০ জানুয়ারী সোমবার বান্দরবানের মেঘলা পয়েন্ট ছিল পর্যটকে মুখরিত, বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের বনভোজনের আয়োজন দেখা যায়।
তেমনি ঢাকা থেকে আগত এক নারী উদ্যোক্তা পলি বলেন পর্যটক তারা পারিবারিক ভাবে ৮-১০ জন ঘুরতে এসেছেন নীলাচল দেখে এসেছেন এখন মেঘলা তে ঘুরে দেখছেন তিনি প্রশংসায় পঞ্চমুখ হলেন যে নীলাচলেও আমাদের পরিবারের দুই একজনের সাথে টুরিস্ট পুলিশের অফিসাররা কথা বলেছে খোঁজখবর নিয়েছে এই মেঘলা পয়েন্টে এসো এমন ঘটনা ঘটেছে এতে করে তারা খুব স্বস্তি পাচ্ছে।
চকরিয়া বেসরকারি স্কুলের এক শিক্ষক শহিদুল ইসলাম বলেন এবার স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে বনভোজনে এসে আমরা খুবই খুশি কারণ আমাদের বাস মেঘলা পয়েন্টে আসার পরপরই আমরা টুরিস্ট পুলিশের অনেক সহায়তা পেয়েছি।
বরিশাল থেকে আগত মোনালিসা তার মাকে নিয়ে ঘুরতে এসেছেন তিনিও বারংবার টুরিস্ট পুলিশের প্রশংসা করছিলেন তিনি বলেন এখানকার টুরিস্ট পুলিশরা অত্যন্ত আন্তরিক আমি যা দেখলাম সর্বোপরি ভালো লেগেছে বয়স্ক মাকে নিয়ে ঘুরতে এসেছি নিরাপত্তাবোধ করছি।
মেঘলা পর্যটন কেন্দ্রে উপস্থিত থাকা টুরিস্ট পুলিশের টিমের সাথে কথা বলতে গেলে এগিয়ে আসে টুরিস্ট পুলিশের ওসি মিজান সাহেব তিনি বলেন আমরা চেষ্টা করি পর্যটকদের খোঁজখবর রাখার জন্য আন্তরিকতার সহিত তাদের সেবা দেওয়ার জন্য।
বান্দরবান টুরিস্ট পুলিশ রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) আপেল মাহমুদ বলেন
বান্দরবনে পর্যটকদের সেবা দানে
ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর, আমি পর্যটকদের আহবান করছি নির্দ্বিধায় আসুন বান্দরবন ঘুরে যান বান্দরবানে আপনাদের সেবা দানে আমরা টুরিস্ট পুলিশ সর্বদা আপনাদের পাশে আছি।