নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল এবং স্থানীয় বিএনপি ও এলাকাবাসি ছাত্রদল,যুবদল’সহ সম্মেলিত প্রতিবাদে তীব্র নিন্দা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসী ও দালাল হেলমেট খুনীলীগের ক্যাডার বাহিনীর বিরুদ্ধে।
১৭ জানুয়ারি (শুক্রবার) চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল’সহ এলাকাবাসীর পক্ষ থেকে এ বিক্ষোভ মিছিল করা হয়।
গত ১৭ বছর নিপীড়ন নির্যাতনের শিকার হয় সরকার বিরোধী সকল রাজনৈতিক দলসহ দেশের সাধারণ মানুষ। আওয়ামী স্বৈরাচার সরকারের আমলের দোসর দালাল দূঃসাসনের শিকার খুনীদের বিচারের দাবিতে এখনো চলছে আন্দোলন প্রতিবাদ। এরই ধারাবাহিকতায় গত ১৬ জানুয়ারি রাত টার দিগে প্রতিবাদ মিছিলটি বাজার রাউন্ড দিয়ে বের হওয়ার সময় কিছু বুঝে না ওঠার আগেই তৎক্ষণাৎ পিছন থেকে অতর্কিতভাবে হামলা করে পূর্ব পরিকল্পিতভাবে।
ঘটনাক্রমে, দেশের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র সক্রিয় রাজনৈতিক অপক্ষমতা অপশক্তি ছত্রছায়ায় অসৎ উদ্দেশ্যে শান্তি বিনষ্টে আওমী দোসর দালাল প্রকাশ সিরা আকবর ও মোর্শেদ’সহ কতিপয় নেতাকর্মী গং কর্তৃক গৃহীত গোপন মিটিং করতেছিল। তাৎক্ষণিক পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল ও এলাকাবাসী একটা প্রতিবাদি মিছিল বের করা হয়। মিছিলটি তুলাতুলি বাজার গুরে বের হয়ে যাওয়ার সময় পিছন থেকে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীর ঝটিকা হামলা চালায় এবং একজন ছাত্র নেতা গুরুতর আহত হয়।
আহতের আঙ্গুল মারাত্মক যখম হয়। আশংকা করা হচ্ছে আঙ্গুল গুলা হয়তো আর থাকবেনা। তাকে জরুরী ঢাকা পিজিতে নেওয়া হয়েছে। এই নেক্ক্যারজনক হামলার জেরে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বিএনপির সহ এলাকাবাসী ।
তারেই ধারাবাহিকতায় প্রতিবাদ সমাবেশ থেকে বিএনপির অঙ্গ সংগঠন ও এলাকাবাসী সর্বস্তরের সকলেই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, বাংলার মাটিতে কোন গণবিরোধী খুনি স্বৈরাচার ফেসিসবাদী আওয়ামী সন্ত্রাসী ক্যাডার বাহিনীর জায়গা আর হবেনা। বাংলার মুক্ত স্বাধীন জাগ্রত জনতার ঐক্যবদ্ধ বলিষ্ঠ কণ্ঠস্বরে ও প্রতিবাদ একবাক্যে আওয়াজ তুলেন।
এ সময়,মনিরুল হোসেন মুন্না (সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।) সহ আরো দলীয় নেতাকর্মীবৃন্দগণ প্রমূখ বক্তব্যে গণমাধ্যম ও অনলাইন মিডিয়াতে বক্তব্য পেশ করে।