মোহাম্মদ মাসুদ নিজস্ব প্রতিবেদক
বায়েজিদ বোস্তামী থানার পুলিশের অভিযানে
চান্দগাঁও থানা পুলিশ ও ডিবি পুলিশের সহায়তায়
একটি চৌকস অভিযান টিম গোপন সংবাদে অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ ০৩ জন গ্রেফতার করে।
৯ জানুয়ারি,বৃহস্পপতিবার, বিকাল ৫টায় চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকাস্থ ফোর এইচ ফ্যাশনের সামনে হইতে প্রধান আসামী মোঃ বোরহান’কে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আসামী মোঃ বোরহান চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফাইভ স্টার ও Eight Murder এর আসামী দুবাই সাজ্জাদ এর ঘনিষ্ট সহযোগী এবং ট্রিপল মার্ডারের পলাতক কুখ্যাত দুর্ধর্ষ সন্ত্রাসী বুড়ির নাতি সাজ্জাদ এর ঘনিষ্ট সহযোগী হিসাবে পরিচিত।
উল্লেখ্য যে,(বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৫, তাং-০৫/০১/২০২৫ ইং, ধারা- ১৪৩/৩৪১/
৪৩৫/৪২৭/৩৮৫/৫০৬ পেনাল কোড ১৮৬০) উক্ত আসামি বোরহানের নেতৃত্বে ইতোপূর্বে গ্রেফতারকৃত সন্ত্রাসী আসামি ইমন ও বেলালসহ তাদের সহযোগীরা গত ০৫/০১/২০২৫ ইং অক্সিজেন কেডিএস গার্মেন্টসের জুটবাহী গাড়ি ফ্যাক্টরী হতে বাহির হওয়ার পর অস্ত্র ঠেকিয়ে ফাঁকা গুলি করে গাড়ী হতে জুট নামিয়ে আগুন ধরিয়ে দেয় এবং চাঁদাদাবী করে। আসামী বোরহান, ইমন ও বেলাল অস্ত্রধারী চাঁদাবাজ ও দুর্ধর্ষ সন্ত্রাসী। তারা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী, ছিনতাই, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, জায়গা দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে মর্মে জানা যায়।