বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মইনুল ইসলাম মজুমদার আরমান এর শ্রদ্ধেয় মাতা অদ্য ২৮ ডিসেম্বর (শনিবার) ভোরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।
নগর স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মইনুল ইসলাম মজুমদার আরমান এর শ্রদ্ধেয় মাতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত পরহেজগার ও ধার্মিক লোক ছিলেন। উদার ও পরপোকারী হিসেবেও তিনি এলাকার সকলের কাছে সুপরিচিত ছিলেন। মা হারানোর কষ্ট ভুলবার নয়। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।
নেতৃদ্বয় শোকবার্তায় শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।