নিজস্ব প্রতিবেদক।
ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ শাহজাহান বলেছেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন। নির্বাচন নিয়ে দিনভর কারো কাছ থেকে কোন ধরণের অভিযোগ পাওয়া যায়নি। এবারের নির্বাচনে ২৪টি পদের মধ্যে তিনটি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি, জেনারেল সেক্রেটারীসহ বাকি ২১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন-রেজাউল করিম আজাদ এবং ডা. কামরুন নেছা রানা-ডা. এম মাহফুজুর রহমান প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় করছে। প্যানেলের বাইরে সদস্য পদে বেশ কিছু প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন। পুরাতন হাসপাতাল ভবন ও মহিলা হোস্টেলে স্থাপিত মোট ৩৩টি বুথে ভোট গ্রহণ করা হয়। এবার নির্বাচনে সাধারণ ভোটার ৯ হাজার ৭৪৪ জন এবং ডোনার ভোটার ৩৯৪ জন। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গনণা চলছিল বলে নির্বাচন কমিশন সূত্র জানা গেছে।