মোঃ সফিউল আজম রুবেল
নানা আয়োজন আর মুখর পরিবেশে কেক কাটার মধ্যদিয়ে ঢাকায় ব্যুরোর উদ্যোগে জাতীয় দৈনিক ইনফো বাংলা’র ৯ম বর্ষপূতি উদযাপিত হয়েছে।
দৈনিক ইনফো বাংলা’র – ঢাকা অফিস কতৃক আয়োজিত ১৪ ডিসেম্বর’২০২৪ইং, শনিবার, বিকাল ৪.০০টায় পাঠকপ্রিয় দৈনিক ইনফো বাংলা পত্রিকার ৯ বছরে পদার্পন উপলক্ষে রাজধানী ঢাকার কাকরাইলে “ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB)” হলে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও সংগঠক মো. এমরান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক, লেখক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জামাল উদ্দীন জামাল, বিএফইউজে’র সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির ও রাইট টক বাংলাদেশ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আল আমিন এম তাওহীদ। ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিফাত মাহবুব সাকিব, অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আরফাত ছিদ্দিকী, এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, গণমাধ্যম দেশ ও জাতির বন্ধু। দৈনিক ইনফো বাংলা পত্রিকায় সবসময় মানুষের কথা বলবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকতার ঐতিহ্যকে ধরে রাখবে।
আলোচনা শেষে কেক কাটা হয় পরে অপ্রতিসাম্য ব্যান্ড ও বাংলা ব্যান্ডের সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শেষ হয়।