আল আমিন বিন আমজাদ
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
গত ১৫ নভেম্বর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি ইফতি ফিলিং ষ্টেশন হইতে নিমাই চন্দ্র রায়ের একটি ট্রাক্টর চুরি হয়।
বিষয়টি ফুলবাড়ী থানা পুলিশ অবহিত হওয়ার পর চুরি হওয়া ট্রাক্টরটি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করতে থাকে।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার দিনাজপুর,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) দিনাজপুর এর দিক নির্দেশনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ও ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই দীপু কুমার, এসআই রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় শফিকুল ইসলামকে আটক করে। শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের রাশেদকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় যে একই গ্রামের রুবেলের বাড়ীতে চুরি হওয়া ট্রাক্টরটি রয়েছে।
রুবেলের বাড়ীতে অভিযান চালিয়ে চোরাইকৃত ট্রাক্টরটির বিভিন্ন খোলা যন্ত্রাংশ উদ্ধার করে করে ফুলবাড়ী থানা পুলিশ,
এছাড়াও একটি অক্ষত ট্রাক্টর উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ২ টি ট্রাক্টরের আনুমানিক মূল্য-
৩২,০০,০০০/-(বত্রিশ লক্ষ) টাকা।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ী থানার
অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মুহিব্বুল।