মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের শান্তি ও সম্প্রীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় খেলাধুলাকে এগিয়ে নেয়ার আহ্বান বলেন – থানজামা লুসাই, নৌকা বাইচ প্রতিযোগিতায় সাঙ্গু নদীর তীরে মারমা সম্প্রদায়ের নৃত্য। ক্রীড়া মেলা বৃহস্পতিবার ২৩ শে নভেম্বর সাঙ্গু নদীতে ঐতিহ্যবাহী নৌকা বান্দরবান উজানী পাড়া স-মিল ঘাট হইতে প্রতিযোগিতা দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় মধ্যে দিয়ে শুরু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জোন কমান্ডার মাহমুদুল হাসান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সহ প্রমূখ।প্রধান অতিথি বলেন, প্রথমবারের মতো বান্দরবানে মাস ব্যাপী ঐতিহ্যবাহী ক্রীড়া মেলার আয়োজন করা হয়েছে। যেটা অত্যন্ত প্রশংসার । বান্দরবানে আগত পর্যটকদের কথা চিন্তা করে এই মেলার আয়োজন করা হয়েছে। যেটা বান্দরবানের পর্যটন খাত ও ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
বক্তব্য আরও বলেন, সাঙ্গু নদীতে ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতার মধ্য দিকে মাস ব্যাপী এই ক্রীড়া মেলার শুভ উদ্বোধন করা হয়। যেখানে যেখানে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে। সকলের বিশ্বাস বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের এই বিশেষ আয়োজন বান্দরবানে আগত সকল পর্যটকদের বাড়তি আনন্দ দিয়ে বান্দরবান ভ্রমণকে অনেক বেশি আনন্দময় করে তুলবে।
সার্বিক সহযোগিতায়: বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আয়োজনে: বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ। বান্দরবানে মাস ব্যাপী ঐতিহ্যবাহী ক্রীড়া মেলা উপলক্ষে এক আয়োজন করা হয়। বান্দরবান সম্মিলিত ক্রিয়া পরিষদের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বান্দরবান সম্মিলিত ক্রীড়া সংগঠনের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম মামুন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ক্রীড়া সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা।প্রতিযোগিতায় কিকি থাকছে -টেবিল টেনিস,ভলিবল, ব্যাডমিন্টন, জিমনেসিয়াম, ক্রিকেট,কাবাডি,ফুটবল, ঐতিহ্যবাহী বলি খেলা, মহিলাদের এ্যাথলেটিক্স, আরোহন প্রতিযোগিতা আর্কষনীয় তৈলাক্ত বাঁশে, ৩০ শে নভেম্বর পুরষ্কার বিতরণ সমাপনী অনুষ্ঠান শেষ হবে।