নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক জি এস শহীদ জমির উদ্দিন ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ জাহাঙ্গীর ফরিদ ভাইয়ের ৩০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২০শে নভেম্বর বাদ জোহর পলিটেকনিকেল মসজিদে ৩০তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিপ্লবী নেতার শাহাদাতের ৩যুগ হতে চলেছে আজও তাঁরা বেঁচে আছেন বেঁচে থাকবেন দলীয় অনুসারীদের মাঝে। মরহুমের দলীয় সক্রিয় কর্মকাণ্ডের কর্মেগুনে নীতি আদর্শিক স্মৃতিচারণে স্মরণকালের স্মরণীয় হয়ে থাকবেন। পরবর্তী প্রজন্মে। শ্রদ্ধার সাথে স্মরণ করছে বিপ্লবী অগ্রজদের।
দুই ছাত্র নেতার জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল মুন্না। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও যুব সংগঠক মিজানুর রহমান মিজান সাবেক ছাত্রনেতা গাফফার নওশাদ মাহমুদ খসরু ও বাইজি থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল করিম খান ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।