মো. ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন অবহেলীত সাবেক চেয়ারম্যান সড়ক ও ভাঙ্গাব্রিজ সড়ক সংস্কারের দাবী এলাকাবাসীর এই সড়ক যা বর্তমানে ভাঙ্গা ব্রিজ সড়ক নামে পরিচিত। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরবেলা সরেজমিনে গিয়ে দেখা যায়, ফাইতং ইউনিয়নে চলাচল করে ৫ নং ওয়ার্ডে সুতাবাদী পাড়া, খেদারবান পাড়া, কুতুবদিয়া পাড়া,মগনামা পাড়া, ফাইতং-লামা যাওয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ ভাঙ্গাব্রিজ সড়কটি সংস্কারের অভাবে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে স্থানীয়দের জনগোষ্ঠীর এবং আবুল হোসেন সওদাগর বাড়ির পাশে একটি ব্রিজ অনেক বেশি ঝুকিপূর্ণ মধ্যে আছে তা স্থানীয় সচেতন কারু চোখে পড়ছে না কারণ তাদের চলাফিরা গাড়ি’তে আর সাধারণ মানুষ তো হেঁটে চলাচল করছেন। গত ১০/১৫ বছরে বিভিন্ন তদবিরের মাধ্যমে কয়েক লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের হয়েছে বলে জানান স্থানীয়রা। এই অভাবে সুফল পাচ্ছেনা জনগণ। দীর্ঘ কয়েক বছর অবহেলায় পড়ে থাকা সড়কটির একপাশে ঘরবাড়ি অন্য পাশে চাষির ধানি জমি ও রাস্তায় পাশে বিভিন্ন ভাবে দখল করে রেখেছে ভূমিদস্যুরা।বর্ষা মৌসুমে আসলে ঘরবাড়ি, পাহাড়ের সব বৃষ্টি পানি’তে রাস্তায় আসে তাতে সাধারণ মানুষ চলাচল করতে পারে না। যার ফলে চলাচল করতে সমস্যা হচ্ছে সড়কদিয়ে যাতায়াত-কারীদের বৃষ্টি না হলে ও রাস্তা পানি দেখা যায়। এছাড়াও ইউনিয়নে এই রাস্তা দিয়ে খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু পাড়াকেন্দ্র, সুতাবাদী পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক এতিমখানা, খেদারবান পাড়া হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) হাফেজ খানায়, ফাইতং উচ্চ বিদ্যালয়, ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়’সহ প্রায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা’সহ শতশত মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে। সড়ক সংস্কারের বিষয়ে জানতে চাইলে লামা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ বলেন, এলাকাবাসী পক্ষ থেকে আবেদন দিয়েন। অবশ্যই খুব শিগগিরই ভাঙ্গা ব্রিজ রাস্তাটি মেরামত করা হবে। রাস্তায় মানসম্মত ব্যবহারের উপযোগী করার উদ্যোগ গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবী, অবিলম্বে দীর্ঘদিনের অবহেলিত সড়কটি দ্রুততম সময়ে সংস্কার মধ্যে দিয়ে উন্নতমানের চলাচলের উপযোগী করতে হবে যাতে কোনো মতে চলাচল কষ্ট না হয়।