এ.বি.এম.হাবিবুর রহমান নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলার মন্দা উপজেলার ৬ নম্বর মৈনম ইউনিয়নে রামপুর নাড়ুর মোড়ে ৫০০ মিটার পাকা রাস্তার কাজের অনিয়ম ধরে এলাকাবাসী প্রতিবাদ করেছে।
পরে জমিনে গিয়ে দেখা যায়, ঠিকাদার কাজী আমিনুল ইসলাম সিডিউল বহিরভূত ভাবে প্রায় ১থেকে দেড় ইঞ্চি পাথর দিয়ে, রাস্তা উঁচু-নিচু রেখেই কোন রকম ভাবে কাজ করছিল। এমন সময় স্থানীয় বাসীরা কাজের কিছু অভিজ্ঞতা থেকে তারা এই রাস্তার কাজ ভালো করে ফিনিশিং দাওয়ার জন্য প্রতিবাদ জানান। এতে মান্দা উপজেলা এলজিডি প্রকৌশলী অফিস থেকে এসোসহ কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত হন। স্থানীয়রা জানান রাস্তার উপরি ভাগে ব্যবহৃত প্রায় ১থেকে দেড় ইঞ্চি লম্বা লম্বা পাথর দেওয়ার কোন রকম নিয়ম নেই। এবং রাস্তার সকল স্থানে উচু-নিচ রয়েই গেছে যেগুলো ২৪ ঘন্টা পার হওয়ার পরেও বড় বড় পাথরগুলো হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে। এভাবে কাজ করলে এই রাস্তাটি তিন মাসও টিকবে না বলে এলাকাবাসীরা জানান। তারা বলেন, অনেক কষ্ট করে অনুরোধ করে স্থানীয়রা এ রাস্তাটি নেওয়ার ব্যাবস্থা করেছে। গ্রামের মধ্যে পাকা রাস্তা প্রতিদিন আর হবে না তাই তারা এমন প্রতিবাদ করছেন বলে জানান। এ বিষয়ে ঠিকাদার কাজে আমিনুরকে জিজ্ঞাসা করলে তিনি ভিডিওর মাধ্যমে বলেন দু-একটা বড় বড় পাথর অনিচ্ছাকৃতভাবে আসতেই পারে। কিন্তু স্থানীয়রা তাকে নিয়ে পুরোপুরি রাস্তা দেখালে সেখানে দেখা যায়, হাত দিয়ে পাথরগুলো তোলা যাচ্ছে এবং পা দিয়ে ডলা দিলে রাস্তা উঠে যাচ্ছে এবং সেখানে বড় বড় পাথর প্রায় ৬০% দেওয়া আছে। এগুলো সবকিছু ঠিকাদার পর্যবেক্ষণ করে, পরবর্তীতে সুন্ধায় স্থানীয়দের সবাইকে নিয়ে বসে তিনি রাস্তার পুরোপুরি বড় বড় পাথরগুলো অপসারণ এবং রাস্তা সুন্দরভাবে কমপ্লিট ফিনিশিং দেবেন বলে অঙ্গীকার করেন, এতে স্থানীয়রা শান্ত হন।পরবর্তীতে জানা যায় ঠিকাদার কাজী আমিনুল সাহেব পরবর্তীতে (১৭নভেম্বর) রবিবারদিন রাস্তাটি তার কথামতো সঠিকভাবে ফিনিশিং দেন। স্থানীয়রা জানান এমন প্রতিবাদ না করলে এ রাস্তাটি কখনোই সঠিকভাবে করে দিত না।