বিশেষ প্রতিনিধি।
যোগদানের দুই মাসের মাথায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টাস ঢাকা পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
এর আগে গত ১১ সেপ্টেম্বর তাঁকে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের পশ্চিম জোন থেকে কর্ণফুলীর ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
মনির হোসেন সিএমপিতে আসার আগে ডিএমপির কাফরুল থানায় ইন্সপেক্টর (অপারেশন) সহ ঢাকার একাধিক থানায় চাকরি করেন। এছাড়াও চট্টগ্রাম জেলার লোহাগড়া থানাধীন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন। মোহাম্মদ মনির হোসেনের নিজ জেলা চাঁদপুর।
এবার তাঁকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়ার মাত্র দুই মাসের মাথায় রংপুর রেঞ্জে বদলি করা হয়।