বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল ফয়সাল কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যুতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ
বিশেষ প্রতিবেদক।
বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল ফয়সাল কক্সবাজারে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আবদুল্লাহ আল ফয়সালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।
এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল ফয়সাল সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জন্ম যেমন সত্য, মৃত্যুও ঠিক তেমনি অবধারিত। তবুও এই চিরন্তন সত্যটুকু মেনে নেওয়া খুবই কষ্টকর। আবদুল্লাহ আল ফয়সালের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি এলাকাবাসীর মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।