সিএমপির পতেঙ্গা মডেল থানার অভিযানে যৌতুক নিরোধ আইনে ২ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার।
বিশেষ প্রতিবেদক
সিএমপির পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমানের নেতৃত্বে এসআই (নি.) মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আজ ১১/১১/২৪ খ্রি. (১০ নভেম্বর দিবাগত) রাত ০২:৩০ ঘটিকার সময় ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর- ২৩৫/২৩ (পতেঙ্গা), ধারা- ২০১৮ সালের যৌতুক নিরোধ আইন সংক্রান্তে বিজ্ঞ আদালত কর্তৃক ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ সুমন মিয়া প্র. দনা (৩৫)-কে গ্রেফতার করেন।