বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণ জয়ন্তী উদযাপন
বিশেষ প্রতিবেদক।
উপলক্ষে চট্টগ্রামের পাহাড়তলী ক্যারেজ অ্যান্ড ওয়াগন মেরামত কারখানায় র্যালি মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ ও শ্রমিক সভা শেষে বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা), পাহাড়তলীর কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়, এসময় আরো উপস্থিত ছিলেন কর্মব্যবস্থাপক (নির্মাণ), পাহাড়তলী। স্মারকলিপি পেশ করেন কারখানা শাখার সভাপতি ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব আসাদ উল্লাহ শিশির। বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা), পাহাড়তলী বিআরইএল-এর দাবি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সমাবেশে শ্রমিক নেতা সার্বজানব আবুল হাসেম, আবুল বাশার, মনজরুল আলম, মোহাম্মদ আলম, আফসার উদ্দিন আরিফসহ কারখানা শাখার নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ হতে শ্রমিক নেতৃবৃন্দ দাবি করেন ১। কারখানায় নিয়মিত ১ ঘন্টা ওভার টাইম চালু করতে হবে। ২। ঠিকাদারের মাধ্যমে ক্যারেজ মেরামত/পুনর্বাসন করা বন্ধ করতে হবে। ৩। জিওএইচ ওভারডিউ ক্যারেজ কারখানা কর্মচারীদের দ্বারা প্রকল্পের মাধ্যমে মেরামত/পুনর্বাসন করতে হবে।