মোঃ হাচিবুর রহমান,স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের পাঁচুড়িয়া সকল ব্রান্ডের পুরাতন ও নতুন মোটরসাইকেল ক্রয় বিক্রেয়ের জন্য মেসার্স বিসমিল্লাহ মটরস শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ পাঁচুড়িয়া ডাক বাংলো পরিষদের সামনে শেখ নাসির উদ্দিন সুপার মার্কেটে বাইক সেলস এন্ড এক্সচেঞ্জ মোটরসাইকেল শোরুমের উদ্বোধন করা হয়।
শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রিয়াজ উদ্দিন লিফটন। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা এবং ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কে এম বাবর,হাজী আকবর আলী খান,এ্যাড: তৌফিক,সিকদার শরীফুল ইসলাম লেলিন,মাহমুদা রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মেসার্স বিসমিল্লাহ মটরস এর তিন সম্মানীত আজীবন উপদেষ্টা শামীমা জামান,তামান্না বেগম,শিউলি বেগম।
এ সময় মেসার্স বিসমিল্লাহ মটরস এর উপদেষ্টা,প্রধান অতিথি,ও বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
মেসার্স বিসমিল্লাহ মটরস এর তিন পরিচালকের মধ্যে পরিচালক খাঁন মফিজুর রহমান রহমান বলেন, এখন থেকে আর দুরে কোথাও পুরাতন ও নতুন মোটরসাইকেল ক্রয়ের জন্য যাওয়া লাগবেনা। গোপালগঞ্জের পাঁচুড়িয়া মেসার্স বিসমিল্লাহ মটরস এ সকল প্রকার, সকল ব্রান্ডের মোটরসাইকেল সুলভ মূল্যে গ্রাহকদের নিকট হস্তান্তর করা হবে। সকল প্রকার সার্ভিসিং এর ব্যাবস্থা রয়েছে,কার ওয়াস এর ব্যাবস্থা রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাহক, ও স্থানীয় সুধী সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ মেসার্স বিসমিল্লাহ মটরস এর শুভাকাঙ্ক্ষীগন।