নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী রেলওয়ে এর নিজস্ব জায়গা বিগত সরকারের আমলে রেলওয়ে এর কিছু জায়গায় উচ্ছেদ করে উদ্ধার হওয়া জায়গায় এত দিন খালী থাকায়, কিছু অবৈধ দখলদার ভূমি দস্যু রা গত ৫ ই আগস্ট সরকার পতনের পর আবার সক্রিয় হয়ে উঠে, এবং রেলওয়ে জায়গায় রমরমা ব্যবসা করে আসছে কিছু অবৈধ দখলদার ভূমি দস্যু রেলওয়ে জাগায় কোন লিজ অথবা কোন ধরনের অনুমতি ছাড়া ই তারা বাংলাদেশ রেলওয়ে জায়গা দখল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষ থেকে। দখলীয় জায়গা হাত বদলেই মিলছে লক্ষ লক্ষ টাকা। এবং তাদের সংগে রেলওয়ে কিছু ভূ সম্পত্তি, ও ইন্জিনিয়ারিং দপ্তরের কর্মচারী ও অবসরপ্রাপ্ত কিছু কর্মচারী র যোগ সাজেশে,এসব জায়গায় দোকান ঘর,ও অবৈ ঘরবাড়ি বানিয়ে, বেচাকেনা করে আসছে,বহুদিন দিন ধরে, এনিয়ে রেলওয়ে বিভাগীয় ম্যানেজার, ভূসম্পত্তি,ইন্জিনিয়ারিং, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, সহ কারো কোন মাথা ব্যাথা নেই। রেলওয়ে বিভাগীয় ম্যানেজার, ও ভূ সম্পত্তি অফিস থেকে মাত্র ৫০০- থেকে ১০০- গজ দূরে এই স্থাপনা গুলো র কাজ চলছে, কোন তদারকি নেই রেলওয়ে। তেমনি একটি এ স্হাপনা কাজ চলছে পাহাড়তলী ওয়ার্লেস রেলওয়ে সড়ক এর পাশে পাকা ওয়াল দিয়ে বানানো হচ্ছে দোকান মার্কেট, এ যেন হরিলুট এর দেশ। দূর্নীতি মনে হয় এ দেশ থেকে আর জাবে না।