মোহাম্মদ মাসুদ নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন একটি বাড়িতে দুর্বৃত্তদের হামলায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) ভোররাত সাতে ৪টায় পাহাড়তলী রেলস্কুল নাজুর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মো. ইলিয়াস (২৮) ওই এলাকার এদ্রিস মোল্লার ছেলে।
স্থানীয় এক বাসিন্দা জানান, মধ্যরাতে হঠাৎ ঘরে ঢুকে পড়ে একদল দুর্বৃত্ত ভাংচুর ও ও টাকা পয়সা লুট করে। বাড়ির লোকজনের চিৎকারে পালিয়ে যাওয়ার সময় ইলিয়াস নামের ঐ বাড়ির সদস্য এক ডাকাতকে ধরে ফেলে। এ সময় ওই ডাকাত তাকে বাম হাতে গুলি করে পালিয়ে যায়।
পরে আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, পাহাড়তলীতে রাতের আঁধারে ১০/১২ জন একটি ঘরে হামলা চালায়। এ সময় পালিয়ে যাওয়ার সময় মো. ইলিয়াস নামের একজনকে গুলি করে পালিয়ে যায় তারা। তাদের সাথে পূর্ব দ্বন্ধ ছিল বলে জানা গেছে। ভিকটিম এজাহার দিলে মামলা গ্রহণ করা হবে বলে জানান তিনি।