বিশেষ প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান লেলিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে শহরের ছয়বাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লেলিন শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা মৃত দুলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন। তিনি জানান, মেহেদি হাসান লেলিনকে মাদরাসাছাত্র হত্যা, ছাত্র জনতার ওপর হামলা ও বিস্ফোরণের ঘটনাসহ তিন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, আগেও তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।