মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্ব পেয়েছেন ৮ জন সরকারি কর্মকর্তা। একই সাথে তাঁদেরকে পৌর প্রশাসকের কাজে সহায়তা দেবার জন্য গঠিত সহায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৩ অক্টোবর পৌরসভার মাসিক সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তে বলা হয়, পৌর প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সদস্যরা পৌর প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা করবেন।কাউন্সিলরের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা এক বা একাধিক স্থায়ী কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন ও সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করবেন এবং পৌরসভার কাছে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রস্তাব পেশ ও সুপারিশ প্রদান করবেন।দায়িত্ব প্রাপ্তরা হলেন, ১ নম্বর ওয়ার্ডের দায়িত্বে জেলা শিক্ষা কর্মকর্তা, ২ নম্বর ওয়ার্ডে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, ৩ নম্বর ওয়ার্ডে সিভিল সার্জন/ডেপুটি সিভিল সার্জন, ৪ নম্বর ওয়ার্ডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, ৫ নম্বর ওয়ার্ডে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, ৬ নম্বর ওয়ার্ডে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ৯ নম্বর ওয়র্ডে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক।