কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান
আসাদুজ্জামান:কুষ্টিয়া : কুমারখালী উপজেলা প্রতিনিধি
অপরাধ এবং
অপরাধীর সাথে আমার কোন আপোষ নেই। যে অপরাধী হবে তাকে বিচারের আওতাধীন আনবোই এমন কথায় বলেছেন কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান। এছাড়া তিনি আরো বলেন, আমি কুষ্টিয়া জেলাতে পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর থেকে সর্বোচ্চ চেষ্টা করছি কুষ্টিয়ার যে যত বড় ক্ষমতাসীন হোক না কেনো, এমনকি অতি আপনজন হলেও অপরাধ করলে একবন্দ ও ছাড় পাবেনা। কিশোর ‘গ্যাং, থেকে শুরু করে সন্ত্রাস জঙ্গি মাদককারবারী সহ যেকোনো অপরাধে জগতদের যারা নেতৃত্ব দেবে তাদেরকেও ছাড় দেয়া হবে না। আমি যতদিন কুষ্টিয়া জেলার পুলিশ সুপারের দায়িত্বে আছি, ঠিক ততোদিন আমি সাধারন জনতার সেবক হিসেবে কাজ করে যাবো। আমার দাযড়ত্ব কুষ্টিয়া বাসীর জামাল হেফাজত করা, কিন্তু আমি সবেমাত্র যোগদান করেছি ঠিক এরই মধ্যে মাদক কারবারির রাঘব বোয়ালদের আইনের আওতায় নিয়ে এসে তাদের জেল হাজতে
প্রেরন করতে সক্ষম হয়েছি।
বিশেষ করে কুষ্টিয়াতে কিশোরগ্যাং নির্মূল করার প্রানপন চেষ্টা করে চলেছি সেখানেও অনেকটা সফলতা আসছে বলে আমি মনে করি। তবে প্রতিটি এলাকার সচেতন মানুষের সহযোগিতা পেলে আগামীতে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব হবে। এছাড়া পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান আরো বলেন যে, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবকের বলেন, আপনার ছেলে মেয়েরা স্কুলে যাওয়া-আসার আগে এবং পরে কোথায় যাচ্ছে কার সাথে মিশচ্ছে সেটা খেয়াল রাখবেন। খারাপ চরিত্রের কোন ছেলের
সাথে মিশতে দিবেননা। প্রয়োজন
ছাড়া হাতে মোবাইল ফোন দিবেননা। সন্তান সুশিক্ষায়
শিক্ষিত নাহলে আপনার পাহাড় সমান সম্পত্তির কোন মূল্য থাকবেনা। সব বিনিয়োগ শেষ হয়ে যাবে। তাই সময় থাকতে সন্তানের যত্ন নিন এবং খবর নেন । কারণ তারাই আগামীতে দেশ পরিচালনা করবে, ও বর্তমানে এদেশ বহু রিকসাওয়ালার সন্তান বিসিএস ক্যাডার হয়েছে কৃষকের সন্তান অফিসার হয়েছে, শুধু দরকার সঠিক যত্ন নেওয়ার আর সটিক যত্ন নিলে আপনার সন্তান ও হয়তো কোন একদিন এদেশে বড় অফিসার হতে পারবে। তাই এখন থেকে আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন এবং সঠিক পথে চলার জন্য তাকে উৎসাহিত করবেন তাহলে ভবিষ্যত উজ্জল হবেই। পরিশেষে কুষ্টিয়ার মানবিক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান আরো বলেন, আমি ও আমার পুলিশ বাহিনী কুষ্টিয়ার মানুষের জন্য সব রকমের কষ্ট যন্ত্রনা সহ করবো শুধু কুষ্টিয়ার মানুষ যাতে শাস্তীতে ঘুমাতে পারে এবং তাদের মুখে হাসি ফুটে উঠে তবেই আমি সফলও প্রশান্তি পাবো।