মোহাম্মদ মাসুদ নিজস্ব প্রতিবেদক।
সিএমপি এলাকায় সম্মানিত নগরবাসীর সমস্যা ও অভিযোগসমূহ পুলিশ কমিশনারের নিকট উপস্থাপন করুন নির্ভয়ে-নির্বিঘ্নে। এরই ধারাবাহিকতায় সম্মানিত নগরবাসীর অনুরোধের প্রেক্ষিতে পুলিশ কমিশনারের কার্যালয়ের সাপ্তাহিক ‘ওপেন হাউজ ডে’ আবারও অনুষ্ঠিত হবে।
আগামী ২৪,অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩:০০টা থেকে
পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষ, দামপাড়াস্থ
অনুষ্ঠিত হবে।
আজ ২০ অক্টোবর, (রবিবার) রাতে সিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজ এডিসি (পিআর) এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের উপ-পুলিশ কমিশনারদের কার্যালয়েও প্রতি রবিবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য যে, এটি গত মঙ্গলবার দুপুর ১২:০০টায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উপস্থিত সেবাপ্রার্থীসহ অনেকেই ফোন করে পূর্বের সময় বিকাল ৩:০০টায় পুনর্বহালের অনুরোধ করলে মান্যবর সিএমপি কমিশনার সেই অনুযায়ী এটি আবারও নিম্নলিখিত সময়ে পুনর্বহাল করা হলো।