মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২০ অক্টোবর) মোবাইল কোর্ট এর নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা। মোবাইল কোর্ট পরিচালনায় কৃষি বিপনন কর্মকর্তা (অ: দা:), লামা থানার পুলিশ টিম সহয়তা করেন। এ সময় লামা বাজারে মুদি ব্যবসায়ি ও রেস্টুরেন্টসহ ০৭ জন দোকানদারকে জরিমানা করা হয়।
অভিযান তথ্য মতে জানা যায়, কৃষি বিপনন আইন, ২০১৮ এর কয়েকটি ধারায় ডিম ব্যবসায়ি পলাশ তালুকদার কে ৫ হাজার টাকা, মেসার্স জুনাইদ স্টোর এর মালিক মোহাম্মদ জুনাইদ’কে ১ হাজার, মুদি ব্যবসায়ী মো. সিরাজকে ৩ হাজার, পান ব্যবসায়ী মনির আহমদকে ১ হাজার, পান ব্যবসায়ি আবুল হাশেম কে ২ হাজার ও পান ব্যবসায়ি মো. জমির উদ্দিন কে ২ হাজার ও এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মধুবন রেস্টুরেন্ট এর মালিক রনজিত দাশ কে ৩ হাজার টাকা সহ মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজ লাবনী আক্তার তারানা বলেন, নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। এতে ব্যবসায়িদের বেশি দামে পণ্য বিক্রি না করতে, মৌখিকভাবেও সতর্ক করা হয়েছে। কেউ যদি সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে জানান।