এ.বি.এম.হাবিব নিজস্ব প্রতিধিনি।
নওগাঁ ইউপি সদস্য ও মহিলা একই সদস্যদের অপসারণ করার দাবিতে মানববন্ধনও প্রতিবাদ সভা হয়েছে।
গত (১৮অক্টোবর) বৃহস্পতিবার নওগাঁ উপজেলা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার হাপানিয়াইউ,পি সদস্য ফিরোজ,তিলকপুর ইউ,পি সদস্য জগলু ওরফে মিঠু, ইউ,পি সদস্য শাহিনা আক্তার সহ সকল ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ইউ,পি সদস্যরা বলেন, দেশের সকল বিপদ-আপদ মূহুর্তে তারা একেবারে প্রান্তিক পর্যায়ে জনগনের পাশাপাশি থেকেই সেবা দিয়ে থাকেন। যেখানে কোন প্রকার রাজনৈতিক ভাবে এই ইউ,পি সদস্য গুলো নির্বাচিত হয় না। শুধু মাত্র তৃমুল ভাবে প্রতিটি জনগনের ঘরে ঘরে সেবা পৌঁছানোর কারণে জনগনের সাথে একটি সম্পর্ক বা সখ্যতা তৈরির মাধ্যমে তারা নির্বাচিত হয়ে থাকেন। এবং গ্রাম,পাড়া থেকে প্রতিটি ঘরের খোঁজ-খবর প্রতিনিয়ত তাদের রাখতে হয়। তারা সরকারের প্রতি শ্রদ্ধা ও অনুরোধ রেখে আরো বলেন, তাদেরকে অপসারণ করে সরকারি ভাবে যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন কখনোই তারা এ দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারবে না। এতে করে দেশের ৬৮ হাজার গ্রামেই বাল্যবিবাহ,সন্ত্রাস, মাদকের মত ভয়াল থাবা বিস্তার লাভ করবে তখন দেখার কেহ থাকবে না বা তাদের মত করে কেহ দেখা-শুনা করতে পারবে না। এতে দেশের পরিস্থিতি অনেক অবনতি হবার সম্ভাবনা রয়েছে। সবশেষে মানববন্ধনে বক্তারা বলেন, তাদের পুর্ণমেয়াদ শেষ হওয়ার আগে যদি তাদেরকে অপসারণ করা হয় আগামীতে কঠোর আন্দোলন করতে বাধ্য হয়ে যাবে বলে তারা হুশিয়ারি দেন।
মানববন্ধন শেষে নওগাঁ উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করে তারা উপজেলা চত্বর থেকে বিশাল রালী বের করে নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ে এসে তাদের ন্যায্য দাবীর শ্লোগান দিয়ে জেলা প্রশাসক বরাবরও একটি স্মারক লিপি পেশ করেন।