মোহাম্মদ এমদাদুল হক খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ” পৌর” বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে,
১৭অক্টোবর বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নিপুন আহমেদ এর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি জানা যায় ১৪ অক্টোবর জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার সিদ্ধান্ত মতে বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নতুন আংশিক কমিটি রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ মিঠু, যুগ্ম সম্পাদক ইলিয়াছ হোসেন , সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ ভুঁইয়া, ও পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, যুগ্ম সম্পাদক এড, করিম উল্লাহ, মোহাম্মদ ইলিয়াছ কে সাংগঠনিক সম্পাদক করে অনুমোদন দিয়েছে জেলা বিএনপি।
আগামী ৩০ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি প্রস্তাব করবে, বর্তমানে এ কমিটি দায়িত্ব পালন করবে বলে জানান।
জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া বর্তমান কমিটির সমন্নয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।