মোহাম্মদ মাসুদ নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম জেলার নব নির্বাচিত পিপি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সূযোগ্য সেক্রেটারি বাঁশখালী কৃতি সন্তান এ্যড, আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) কে মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ হতে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অফিসে মমতাজ উদ্দিন ফাউন্ডেশন এর চেয়ারম্যানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের উপদেষ্টা, বাঁশখালি কালীপুর হজরত বাহাতুর শাহ (রহ:) র সংলগ্ন জিহজ্ব চৌধুরী জামে মসজিদের মরহুম মতোয়াল্লী আব্দুল মাজেদ চৌধুরীর ছোট সন্তান, কালীপুরের কৃতী সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, এ্যড, আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) জেলা পিপি হওয়ায় প্রীয় রাজ্জাক আংকেলকে ফুলেল শুভেচছা জানান মমতাজ উদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের চেযারম্যান ও বাংরাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কায্যনির্বাহী সদস্য মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী রুমেল।
এই সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আইন বিষযক সম্পাদক এ্যড, মুখতার আহমেদ ছিদ্দীকি, গাউছিয়া কমিটি হাটহাজারী শাখার মানবিক টিম লিডার নাসির উদ্দীন রুবেলসহ অন্যান্যরা। উপস্থিত সকলেই আল্লাহ পাকের দরবারে শোকরিয়াসহ নব নির্বাচিত পিপির দীর্ঘায়ু সুস্থতা শুভ কামনা করেন।