মোহাম্মদ এমদাদুল হক রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি
দীর্ঘ কয়েক বছর পর ব্যবসায়ীদের স্বতঃস্ফূত অংশগ্রণে খাগড়াছড়ি জেলার রামগড় বাজার পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর ) রাত ৮টা থেকে বাজার পরিচালনা কমিটি অফিসে ব্যবসায়ীরা ছুটে আসেন তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাজার পরিচালনা কমিটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যবসায়ি ও রামগড় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ,র সঞ্চালনায় সভাপত্বি করেন রামগড় পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন শাহিন মেডিকেল হল এর স্বত্বাধিকারি জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া। আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সুজায়েত আলি সুজা,শেফায়েত মোর্শেদ মিঠু রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়িদের মধ্যে বক্তব্য রাখেন বাহার উদ্দিন, বেলাল হোসেন।
রামগড় বাজার ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ভোটাভোটির মাধ্যমে সভাপতি জসীমউদ্দীন” মেসার্স শাহিন মেডিকেল হল, সিনিয়র সহসভাপতি সেফায়েত উল্লাহ” ভুইয়া ট্রাভেলস, সহসভাপতি বেলাল হোসেন” জমজম সুইটস,সহ-সভাপতি হারাধন দেবনাথ” নাথ ব্রাদার্স , সহ-সভাপতি হারেছ আহমেদ মিলন” মিলন পোল্ট্রি, সহসভাপতি নুরুল করিম” আফসার ব্রাদার্স, সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন” রহমানিয়া ক্লথ স্টোর,যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সেলিম” সেলিম ব্রাদার্স, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন” মেসার্স মোশারফ ট্রেডার্স, সহ কোষাধ্যক্ষ মোঃ ইব্রাহিম” ইব্রাহিম পোল্টি, দপ্তর সম্পাদক এমদাদুল হক খান” মেসার্স শরিফ ট্রেডার্স, প্রচার সম্পাদক জসিম উদ্দিন মিন্টু” মেসার্স কুটুম ড্রেস হাউজ,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম রানা” জাহাঙ্গীর মেডিকেল হল।
সুষ্ঠু ও সুন্দর এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সুজায়েত আলি সুজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোরর্শেদ মিঠু।