মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামার উপজেলায়
আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এই স্লোগান নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয় পরে উপজেলা পরিষদ সামনে শেষ করে সভাকক্ষে আলোচনা সভা ও উপজেলা পরিষদ মাঠে দুর্যোগ আসলে কিভাবে মোকাবেলা করা যায় সে’বিষয়ে ও ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লামা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো. কামরুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে লামা সরকারি মাতামুহুরি কলেজের অধ্যক্ষ আব্দুল মোনায়েম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লামা এর পরিচালক, উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা এনজিওর কর্মকর্তা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমূখ। অতিথিরা বক্তব্য বলেন, দুর্যোগের ক্ষতি কমাতে দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী প্রস্তুতি সহায়ক হয়। এজন্য দুর্যোগ মোকাবেলায় সকলকে সচেতন থাকতে হবে।।