নিজস্ব প্রতিবেদক।
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব শামসুল আলম ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি শিব্বির আহমদ ওসমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠনের প্রেস সেক্রেটারি পঙ্কজ কুমার বড়ুয়া’র মাধ্যমে পাঠানো এই বিবৃতিতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জনাব শামসুল আলম বলেন, দেবী দুর্গা বিজয়ার মাধ্যমে সত্য, ন্যায় এবং শান্তির বার্তা বহন করে, এই দিনটি আমাদের জীবনে শক্তি, সাহস এবং মঙ্গল বয়ে আনুক। আমরা আশা করি, সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে, এবং মানবাধিকার ও ন্যায়বিচারের শাসন সর্বত্র বজায় থাকবে। বিজয়া দশমী শুধু আনন্দ ও উৎসবের দিনই নয়, এটি মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা ও মানবাধিকার প্রতিষ্ঠার একটি প্রতীকও হতে পারে। মানবাধিকার হল সেই মৌলিক অধিকার, যা প্রত্যেক মানুষের জন্য জন্মগতভাবে প্রাপ্য, যেমন স্বাধীনতা, সমতা, মর্যাদা, এবং নিরাপত্তা। আপনাদের সবার জীবন হোক আনন্দময় ও কল্যাণকর। আসুন, বিজয়া দশমীর এই পুণ্য দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার করি।
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি শিব্বির আহমদ ওসমান মনে করেন, মানবাধিকার প্রতিষ্ঠা শুধু আইন বা নীতিতে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের প্রতিদিনের আচরণ ও সম্পর্কের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া উচিত। বিশেষ করে, ধর্ম, বর্ণ, লিঙ্গ, বা ভাষার পার্থক্যের ঊর্ধ্বে উঠে সমাজে একে অপরের প্রতি সম্মান ও সহমর্মিতা দেখানোর গুরুত্ব রয়েছে।
তিনি আরো বলেন, আসুন বিজয়া দশমীর শুভক্ষণে আমরা একে অপরের অধিকারের প্রতি সম্মান দেখাতে এবং ন্যায়, সাম্য, ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করি।
শুভ বিজয়া!