মোঃ রোকন উদ্দিন জয় বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চান্দগাঁও থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ১২ অক্টোবর (শনিবার) গণমাধ্যমকে একান্ত সাক্ষাতে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জানান।
এতে বলা হয়, মোঃ আবদুল হান্নান রুবেলকে সভাপতি ও মোঃ আবদুল করিম বাবলুকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী শ্রমিক দলের চান্দগাঁও থানা ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বিগত ২৯/০৪/২০২৪ তারিখে পূর্বের কমিটি বিলুপ্ত করে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।
উল্লেখ্য, কমিটি গঠনকল্পে ৪ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। তারা হলেন আহবায়ক মোঃ ইদ্রিস মিয়া, সদস্য সচিব মোছাম্মৎ শাহেনেওয়াজ চৌধুরী, সদস্য রফিকুল ইসলাম ও সদস্য মোঃ আবচার এর সার্বিক সহযোগিতায় ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন শ্রমিক দলকে একটি সুসংগঠিত ভাবে প্রতিষ্ঠিত রূপ দিতে হবে। সর্বদাই শ্রমিকদের পাশে থেকে কাজ করে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন।