নিজস্ব প্রতিবেদক
আমরা সবাই বিএনপি নেতা ড: শাহাদাত ভাই ও চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নেতা উকিল হোসেন (বগা) ভাই এর নেতৃত্ব ঐক্যবদ্ধ।
চট্টগ্রাম খুলশী থানা ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড, বিএন,পি সেচ্ছাসেবক দল ও অংগ সংগঠন এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠানে আয়োজন করেন।
এতে প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিতি চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক উকিল হোসেন বগা বলেন বিগত আওয়ামী ফ্যাসিবাদের দোসর দের জন্য ডরজন ডরজন মামলার মালিক হয়েছি,এখন ফ্যাসিবাদের দালালদের কোন ছাড় নেই, যারা আওয়ামী লীগ এর সাথে আতআত করে আমার নেতা কর্মী কে মামলায় জড়িয়ে জেল জুলুম দিয়ে অনেক কস্ট দিয়েছে,অনেক কস্টের পর আজ আমরা স্বাধীন এবং আমার নেতা ডঃ শাহাদাত ভাই এর নেতৃত্ব ঐক্যবদ্ধ,নেতা কর্মী রা বলেন গত ১৬ বছরের আমরা কোথায় দাড়িয়ে মিছিল মিটিংয়ে করতে পারিনি যখনই কোন মিছিল মিটিং করেছি বুড়ি বুড়ি মামলার মালিক হয়েছি ফ্যাসিবাদের দালালদের প্রতি হিংসা আর পুলিশের হয়রানি জীবন যাপনে অতিব কস্টকর ছিল, আমরা চট্টগ্রাম বিএনপি নেতা ড: শাহাদাত হোসেন ভাই এর ধানের শীষ প্রতীক নিয়ে,মেয়র হওয়ায় আমার সত আদর্শ আপোষহীন একজন নগর পিতা পেলাম আমরা সবাই এই নেতার আদর্শে উজ্জীবীত হয়ে চট্টগ্রাম কে পরিবর্তন করতে বন্ধ পরিকর,আমরা ফ্যাসিবাদের দুসর দের মতো হতে চাই না,আগামী প্রজন্ম পরম্পরায় এগিয়ে সুন্দর নগরের অংশ হিসেবে দেখতে চাই।
এতে চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের নেতা শাব্বির হোসেন মন্ডল, বলেন আমি সারাজীবন বিএনপি রাজনৈতিক সাথে যুক্ত ছিলাম আছি থাকব, আমার রক্তের সাথে বিএনপি জড়িয়ে আছে, আর আমাকে বলে আমি, নাকি ফ্যাসিবাদের দালাল,আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমাকে নিয়ে অপ প্রচার না চালিয়ে রাজনৈতিক মাঠে আসেন সেখানে কথা হবে দেখা হবে,শহিদ জিয়ার আদর্শ আপোষহীন একজন দে-শ নেত্রী বেগম খালেদা জিয়া, রাজনৈতিক তে আমি বিশ্বাস করি।
দেশ নায়ক তারেক রহমান এর নৃত্যতে এগিয়ে যেতে চাই।
চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক মোঃ পারবেজ, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের নেতা শাকিল হোসেন, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দল নেতা শাব্বির হোসেন মন্ডল, খুলশী থানা সেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান।
খুলশী থানা সেচ্ছাসেব দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন
খুলশী থানা সেচ্ছাসেবদলের নেতা নুর মোহাম্মদ, মুরাদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।