আল আমিন বিন আমজাদ
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি
স্তন ক্যান্সার চাই দ্রুত নির্ণয় পরিপূর্ণ চিকিৎসা ” প্রতিপাদ্যকে সামনে রেখে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষ্যে উপশহরস্থ খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল দিনাজপুর এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সেমিনার।
১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর সহ-সভাপতি একেএম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ শেখ সাদেক আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক (জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন) ডাঃ দ্বিজেন চন্দ্র বর্মন ও জাতীয় ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল ঢাকা’র সহকারী অধ্যাপক (অবঃ) ডাঃ মোঃ হানিফ উলুব্বী।
স্বাগত বক্তব্য রাখেন খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল কবির।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এএইচএম শফিকুর রহমান তরুন, খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর প্যাট্রন মেম্বার সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল জব্বার প্রমুখ।
প্রজেক্টরের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (রেডিওথেরাপি বিভাগ,ক্যান্সার বিশেষজ্ঞ) ডাঃ সমীরন কুন্ডু।
এসময় উপস্থিত ছিলেন খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর যুগ্ম সম্পাদক রাহবার কবীর পিয়াল,কোষাধ্যক্ষ মোঃ জুলফিকার রহমান বাবু, কার্যনির্বাহী সদস্য কাজী আব্দুল হালিম,কার্যনির্বাহী সদস্য মোঃ শওকত উল্লাহ মজিদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায়,ডাঃ মোহাম্মদ জিয়াউল হক,প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম রসুল রকেট,সদস্য রেজিনা ইসলাম ও মমতাজ বেগম,দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ডাঃ শারমিন সাত্তার,মোঃ আখতারুজ্জামান,শহিদুল ইসলাম খান (শাহীন খান) প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৮টায় খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল চত্বর থেকে খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল কবির এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপশহরস্থ দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে সেমিনারে মিলিত হয়।