ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন এর সদরদপ্তরের কনফারেন্স রুমে বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জোনের দায়িত্বরত এলাকার স্থানীয় হেডম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।
এসময় তিনি বলেন, অসাম্প্রদায়িকতা হচ্ছে এদেশের সংবিধানের মূল নীতি। আমরা সবাই যে ধর্মের হই না কেন, আমরা সবাই বাংলাদেশের মানুষ। মাঝে মাঝে পাহাড়ে কেউ কেউ অস্থিতিশীল করতে চাই। আমরা পাহাড়ে শান্তি চাই, পাহাড়ের উন্নয়ন চাই। তাই মাননীয় বিজিবি মহাপরিচালক এর নির্দেশক্রমে আমরা এই অঞ্চলে সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছি।
তিনি আরোও বলেন, আপনারা আপনাদের উৎসব পালন করুন। ধর্মীয় উৎসব পালনে বিজিবির পক্ষ হতে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে।
মতবিনিময়কাল এসময় হেডম্যানরা মৌজার পক্ষ হতে জোনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়কালে এসময় ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উ সুয়ে সুয়ে চৌধুরী( মিশুক),
৩২২ নং নারানগিরি মৌজার হেডম্যান উবাথোয়াই চৌধুরী, ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যওসিং মারমা সহ বিজিবির কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।