মোহাম্মদ মাসুদ নিজস্ব প্রতিবেদক
সরকারি লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে সক্রিয় প্রশাসন এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরী হালিশহর থানা থেকে লুণ্ঠিত একটি পিস্তল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগ।
আজ ২ অক্টোবর (বুধবার) সাড়ে ৯টায়ু গোপন সংবাদে হালিশহর থানাধীন উত্তরা আবাসিক এলাকার বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন খালি জায়গায় ঝোপঝাড়ের মধ্য থেকে একটি পিস্তল উদ্ধার করেন।
সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া ও পাবলিক অফিসার) মো: তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়,চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের সার্বিক দিক-নিদের্শনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্রীমা চাকমা ও সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহমুদুল হাসান চৌধুরীর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ জহির উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সগণ সরকারি লণ্ঠিত অস্ত্রটি উদ্ধার করেন।
পরবর্তীদের অনুসন্ধানে জানা যায় যে, উদ্ধারকৃত অস্ত্রটি গত ০৫/০৮/২৪ খ্রি. সিএমপির হালিশহর থানা থেকে লুণ্ঠনকৃত অস্ত্রের মধ্যে এটি একটি। এই সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।