মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।লামা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতি বছরের ন্যায় এবারও উপজেলার ৮টি পূজা মন্ডপে সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক আলোচনা সাপেক্ষে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, লামা থানার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, আনসার ভিডিপ কর্মকর্তা, উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি ও ইউনিয়ন পর্যায়ের উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো. কামরুল হাসান চৌধুরী বলেন, উপজেলার ৮টি মন্ডপে যথারিতি পূজা উদযাপন হবে। শারদীয় দুর্গোৎসব যেন অতীতের মত উৎসবমুখর ও আনন্দঘন বজায় থাকে সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ নজর দিতে বলেন এবং পূজা উদযাপন কমিটিকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।